সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার
আগামীর বাংলাদেশ বিনির্মানে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,ছাত্র- ছাত্রী, মৎসজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার ভাবনা ও প্রচারের লক্ষ্যে শীর্ষক- মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার আয়োজনে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজারে এই শীর্ষক- মাঠ- সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইস আলী তালুকদার'র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ ( জামালগঞ্জ, ধর্মপাশা,তাহিরপুর, মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজীর।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শাহিনুর রহমান শাহিন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদআলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া, মবসুর আলী, সমাজ সেবক হুসাইন আহমেদ বিপ্লব, আবুল কালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালমা নজীর বলেন, আমাদের হাওরের বেড়িবাঁধ নিয়ে অনেক কথা হয়। হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম হয়।
এই বাঁধ নির্মাণ কাজ সুষ্ঠু ভাবে করতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধ সুষ্ঠু ভাবে করা হবে, প্রকৃত কৃষকদেরকে পিআইসির দায়িত্ব দেওয়া হবে।
যাতে করে যথাসময়ে কৃষকেরা তাদের ধান কেটে ঘরে তুলতে পারেন।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় নারীদের ফ্যামিলি কার্ড প্রদানের কথা বলেছেন। ফ্যামেলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পন্য সামগ্রি কিনতে পারবেন।
তিনি আরও বলেন, ' আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কোনো দল থাকতে পারেনা।দুর্নীতিবাজরা মানুষকে শোষণ করে।
তারেক রহমান বলেছেন, আমাদের দলে কোনো দুর্নীতি থাকবে না,চাঁদাবাজ থাকবেনা। দখলদার থাকবেনা।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে দিতে। কিন্তু, নির্বাচন পিছিয়ে দিলে এই দেশে অরাজকতা সৃষ্টি হবে,আইনের শাসন প্রতিষ্ঠা হবেনা।
এইজন্য আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত