মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে জায়গা করে
নিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আসমাউল বিন হোসেন।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের বিএডিসি অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৩ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মাসউদুল করিম রানা, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল মিয়া। নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
এর আগে ‘৪র্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসির ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ কবির হোসেন,বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব মোঃ ইউসুফ আলী,এবং বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার।
ইঞ্জিনিয়ার মোঃ আসমাউল বিন হোসেন বর্তমানে বিএডিসি সেচ
বিভাগ,গাবতলী,বগুড়া-তে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামের সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মোঃ হোসেন আলী, এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। দায়িত্ব পাওয়ার পর ইঞ্জিনিয়ার আসমাউল বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থার কারণে আমি এই পদে নির্বাচিত হয়েছি।
সংগঠনের ঐক্য, সদস্যদের পেশাগত উন্নয়ন ও কৃষি খাতের আধুনিকায়নে আমি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেছেন, ইঞ্জিনিয়ার আসমাউলের নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত