০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বাহরাইনে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বাংলাদেশ দূতাবাসে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : ০১:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 68

বাহরাইন প্রতিনিধ:-মাহির তালুকদার আলম

বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও প্রস্তাবিত হাতিয়া জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বাহরাইন কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা বাহরাইনের ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রদূত মহোদয়ের সাথে দেখা করেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব লেবার কাউন্সিলর জনাব, মাহফুজুর রহমান সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর পাঠানো এই স্মারকলিপি হাইকমিশনের মাধ্যমে প্রেরণ করা হয়।
বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বহির্বিশ্ব সংগ্রাম পরিষদ, বাহরাইন শাখার সভাপতি মাজহারুল ইসলাম বাবু , সেক্রেটারি নোমান ছিদ্দিকী,
এই ছাড়া আরো উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ সভাপতি আল মারুফ, বাকি বিল্লা , শাহাদাত হোসেন, আবু জাফর, আরিফুল ইসলাম ব্যবসায়ী মো: ইব্রাহিম প্রমুখ ।

মাজহারুল ইসলাম বাবু বলেন, “ প্রাচীনতম জেলা প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রায় ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি সাত লাখেরও বেশি প্রবাসী নোয়াখালীবাসীর রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তাই আমরা চাই—ঢাকা থেকে ৮০ কিলোমিটার দূরের কুমিল্লা নয়, বরং ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করা হোক।”
এক কোটি মানুষের মতামত উপেক্ষা করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ বৈষম্যমূলক ও অযৌক্তিক।”
এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নোয়াখালী বিভাগ চাই —এটাই আমাদের একমাত্র দাবি।”
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মাহফুজুর রহমান বলেন, “নোয়াখালী জেলার প্রবাসী ভাইদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম

বাহরাইনে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বাংলাদেশ দূতাবাসে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ০১:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাহরাইন প্রতিনিধ:-মাহির তালুকদার আলম

বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও প্রস্তাবিত হাতিয়া জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বাহরাইন কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা বাহরাইনের ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রদূত মহোদয়ের সাথে দেখা করেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব লেবার কাউন্সিলর জনাব, মাহফুজুর রহমান সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর পাঠানো এই স্মারকলিপি হাইকমিশনের মাধ্যমে প্রেরণ করা হয়।
বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বহির্বিশ্ব সংগ্রাম পরিষদ, বাহরাইন শাখার সভাপতি মাজহারুল ইসলাম বাবু , সেক্রেটারি নোমান ছিদ্দিকী,
এই ছাড়া আরো উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ সভাপতি আল মারুফ, বাকি বিল্লা , শাহাদাত হোসেন, আবু জাফর, আরিফুল ইসলাম ব্যবসায়ী মো: ইব্রাহিম প্রমুখ ।

মাজহারুল ইসলাম বাবু বলেন, “ প্রাচীনতম জেলা প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রায় ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি সাত লাখেরও বেশি প্রবাসী নোয়াখালীবাসীর রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তাই আমরা চাই—ঢাকা থেকে ৮০ কিলোমিটার দূরের কুমিল্লা নয়, বরং ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করা হোক।”
এক কোটি মানুষের মতামত উপেক্ষা করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ বৈষম্যমূলক ও অযৌক্তিক।”
এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নোয়াখালী বিভাগ চাই —এটাই আমাদের একমাত্র দাবি।”
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মাহফুজুর রহমান বলেন, “নোয়াখালী জেলার প্রবাসী ভাইদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে।