তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম ( পিবিজিএস আই) এসইডিপি এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হকের সঞ্চালনে ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহা: সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ -৪) মো: ইমরান আলী, বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: শহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিকবৃন্দ।
এ অনুষ্ঠানে ৩২ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। সরকারের এ উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হবে বলে তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা জানান, মেধার এ ধরণের স্বীকৃতি সকল শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। এ সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় ব্রত হবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত