তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার এবং এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবককে অভিযুক্ত করে মামলা করেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন রবিবার (২৩ নভেম্বর) তিন বান্ধবীর মধ্যে একজন মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যান।
কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।
এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করেন।
একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা অন্য দুজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যান। সেখানে ঘেরের একটি বাসায় তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।
তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পরদিন রবিবার তিন বান্ধবীর মধ্যে একজন মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক জানান, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত