
কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নেতা হাত কাটা টিপুকে গ্রেফতার করা হয়। হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই আসামী বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলত। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে। অবশেষে আজ আনুমানিক ২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। সাথে আরো গ্রেফতার হয় তার সহযোগী
(১)আমির হোসেন
পিতাঃ মোঃ তাইজুল ইসলাম গ্রামঃ মাধপ পুর।
পোঃ আলিয়া মাদ্রাসা।
থানাঃ মানিকগঞ্জ সদর।
জেলাঃ মানিকগঞ্জ।
(2) মোঃ নূর মোহাম্মদ।
পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন।
গ্রামঃ নিহাল পুর।
পোঃ তেওতা।
থানাঃ সিবালা।
জেলাঃ মানিকগঞ্জ।
(৩) মোঃ রহমতুল্লাহ শেখ।
পিতাঃ জামিল আহম্মেদ।
গ্রামঃ চর মানিকদা।
পোঃ লতিফ পুর।
থানাঃ গোপালগঞ্জ সদর মিয়া পাড়া।
জেলাঃ গোপালগঞ্জ
গ্রেফতারের সময় তল্লাশি করে অনেক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।
তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।