মেহেদী হাসান রাসেল
কামান খোলা জমিদার বাড়িতে শারদীয় দূর্গাপূজায় আরতি নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামান খোলা জমিদার বাড়িতে ১ লা অক্টোবর ২০২৫ ইং নবমী পূজায় আরতি নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আরতি নিত্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন
জমিদার বাড়ির উত্তরসূরী দ্বিপঙ্কর রায় চৌধুরী(৫৪), তনুশ্রী রানী দাস(৭), অনু রানী দাস(১০), অনিন্দিতা রায় চৌধুরী(১১), শশী রানী নাথ(১২), দিপান্নিতা রায় চৌধুরী(১৬) অন্তু রানী দাস (১৫), পর্সি রানী নাথ(১৩), মুক্তা রানী নাথ(৩৮), কনিকা রানী দাস(৩৭), স্বপনা রানী দাস (৪২)
সংগীত পরিবেশন করেন প্রকৃতি রানী রায় চৌধুরী(১৭)। ঢাক ও কাশি বাজিয়ে শিল্পীদের সহযোগিতা করেন ভাস্কর বসু রায় চৌধুরী ও কাশিতে নির্মল সরকার। উলুধ্বনি দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন শুভ্রা মজুমদার, অনিতা সরকার, কঙ্কা রায় চৌধুরী, তমা রানী রায় চৌধুরী, কনিকা দাস, মুক্তা রানী নাথ,রুপা রানী দাস সহ প্রমূখ।
নিত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তনুশ্রী রানী দাস(৭), দ্বিতীয় তনুশ্রী রানী দাস এবং তৃতীয় হয়েছেন অনিন্দিতা রায় চৌধুরী।

বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। প্রত্যেকটি ধর্মের লোকজন তাদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে নির্বিঘ্নে পালন করে আসছে তাই বিশ্বের মধ্যে অসাম্প্রদায় দেশ হিসেবে বাংলাদেশ একটি রোল মডেল। অসাম্প্রদায় দেশ হিসেবে বাংলাদেশ আগামীতেও বিশ্বের বুকে নজির সৃষ্টি করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সকল হিন্দু ধর্মালম্বীদের কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত