আহমদ রেজা চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী, পেকুয়া, চকরিয়া প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সদস্য ও সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দীনের উদ্যোগে জেলা প্রশাসক ফরিদা খানম-কে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে মুহাম্মদ নিজাম উদ্দিন উল্লেখ করেন, “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত পুরোনো, সরু ও অনুন্নত। এই সড়ক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৮টি উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে এবং এটি বিভিন্ন শিল্প-কারখানা, রাষ্ট্রীয় প্রকল্প, কৃষিপণ্য, সামুদ্রিক সম্পদ ও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়কটি প্রশস্ত হলে এই অঞ্চলের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’’
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলটি দক্ষিণ চট্টগ্রামের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে লোকসানের মুখে পড়েছে। বর্তমানে সরকারকে প্রতিদিন প্রায় ২৮ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে, যা রাষ্ট্রের জন্য একটি বোঝা। এই লোকসান বন্ধ করতে হলে বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার সড়কটি চার লেন করা খুবই জরুরি।
প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার কমে যাবে, রাষ্ট্রীয় জ্বালানি ও মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। কর্ণফুলী টানেলের সুফল পেতে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাপ কমাতে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া-টইটং-বদরখালী-ঈদমনি পর্যন্ত সড়কটি চার লেন করা প্রয়োজন।
স্মারকলিপিতে দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘতম সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র, মাতারবাড়ীর প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর, ১৩০০ মেগাওয়াটের মাতারবাড়ী ও বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য শিল্প-বাণিজ্য গতিশীল হবে।
স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মফিজুল হক, অ্যাডভোকেট সরওয়ার কামাল, আইনজীবি দৌলত আকবর, অ্যাডভোকেট আরিফুল হক তায়ের, চট্টগ্রাম মহানগর ওলামাদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক তৌহিদুল বারী, জুলাই যুদ্ধা মোঃ সাগর ওয়ারিয়র্স অব জুলাই মুখ্যসংগঠক চট্টগ্রাম জেলা,ব্যবসায়ী সিরাজুল করিম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত