
খুলনা ব্যুরো
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রাণীসম্পাদ সপ্তাহ ও প্রাণীসম্পাদ প্রদর্শনী -২০২৫ ।
জাতীয় প্রাণীসম্পাদ সপ্তাহ উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে গতকাল বুধবার ২৬ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য রালী, আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাত-ঈল-ইভান, উপজেলা মৎস্য অফিসার, শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ কর্মকর্তা -কর্মরারীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ২৭ নভেম্বর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, স্কুল মিল্ক কর্মসূচি ও আলোচনা সভা, ২৮ নভেম্বর ভ্রম্যমান প্রচার-প্রচারণা,
২৯ নভেম্বর গবাদিপশু ও হাঁস-মুরগীর ফ্রি ভ্যাকসিন ক্যাম্প, গবাদিপশু ও হাঁস-মুরগির কৃমিনাশক বিতরণ, ৩০ নভেম্বর ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, ১ ডিসেম্বর প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ,নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এসকল আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছেন বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তা -কর্মচারীগণ।










