
মো. শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাত দখলমুক্ত ও শিক্ষার্থীদের চলাচলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট”। বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সমাজকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীদের প্রাণহানির ঝুঁকি নিতে হচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। তাই অবিলম্বে ফার্মগেট থেকে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কগুলো দখলমুক্ত করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত সংখ্যক ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার এবং ট্র্যাফিক আইল্যান্ড স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের মতে, এসব ব্যবস্থা দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, ফুটপাত পথচারীদের জন্য, ব্যবসায়ীদের জন্য নয়। অথচ এখন ফুটপাতগুলোতে অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের দখল বেড়েই চলেছে। তাই অবিলম্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের জন্য ফুটপাত ফিরিয়ে দিতে হবে।
তারা দাবি করেন, রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য “নো পার্কিং জোন” কঠোরভাবে বাস্তবায়ন ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনা ও যানজট এড়াতে রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত সড়কে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এতে শিক্ষার্থীদের চলাচল নিরাপদ হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।
মানববন্ধনে বক্তারা রাস্তায় নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণের দাবিও জানান। তারা বলেন, “রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর না থাকলে দুর্ঘটনা ও রোগব্যাধি দুই-ই বাড়বে। তাই প্রতিদিন নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “আমরা দুর্ঘটনায় বন্ধুর লাশ কাঁধে তুলতে চাই না। আমরা শুধু নিরাপদ ফুটপাত ও দখলমুক্ত সড়ক চাই।” তারা প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, এবং ট্র্যাফিক বিভাগকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানদের নিরাপদে স্কুলে যেতে দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে নামব।”
মানববন্ধনের শেষে শিক্ষার্থীরা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার তুলে ধরেন, যেখানে লেখা ছিল—
“ফুটপাত আমাদের প্রাপ্য”, “দখলমুক্ত করো পথ”, “নিরাপদ সড়ক চাই”, “আমাদের জীবন, আমাদের নিরাপত্তা”— এসব শ্লোগান ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।



























