শাহিন আকতার জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রুহুল আমিন (পিতা: মোঃ আব্দুস সালাম, গ্রাম: পাইরুল ইয়াকুব দণ্ডী) অবশেষে সিলেট বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই (নিরস্ত্র) শফিক উল্লাহ ও এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
দীর্ঘদিন পলাতক থাকা রুহুল আমিনের নামে মোট ৫৭টি ওয়ারেন্ট এবং ২৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় ২০০ কোটি টাকার মামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সফল অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, পটিয়া সার্কেল এএসপি নোমান আহমেদ পিপিএম, থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত