মো. শামীম হোসাইন
পিরোজপুরের সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার কচাঁ নদীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানকালে ইলিশ ধরার সময় বেল্লাল ফকিরকে আটক করা হয়। তিনি উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত