
রিপোর্ট ইয়াসমিন আক্তার
চট্টগ্রাম আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডস্থ হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীত পাশে রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৮০/৮৫ জন নেতা কর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে।
তাৎক্ষণিক সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায় ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে
একটি আভিযানিক টিম ১৯/০৯/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৩.৪০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশ দেখে আসামীরা অলি-গলি দিয়ে দিক বিদিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মিছিলে অংশগ্রহণকারী
আসামী- ০১। মো: ইমরানুল হক প্র: রোমান (৪৩), পিতা- মাহমুদুল হক, মাতা- রোকেয়া বেগম, সাং- ১৭২১ শেখ মুজিব রোড, মৌলভী আব্দুস সবুরের বাড়ী,থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম
০২।মোঃ আনোয়ার হোসেন (৩৮, পিতা-মৃত রফিক ড্রাইভার, মাতা- লায়লা বেগম, সাং- ঈদগা নওয়াব আলী মিস্ত্রি বাড়ি, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,
০৩।মোঃ মিজানুর রহমান রিয়াজ(৩২). পিতা- আলম সওদাগর, মাতা- মৃত নিলুফা বেগম, সৎ মা- শিরিন আক্তার, সাং- মিস্ত্রি পাড়া জেবল আহম্মেদ লেইন ইদ্রিস ভবন, নিচ তলা, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ০৪। আবু তৈয়ব রাসেল (৪২), পিতা- আব্দুল খালেক, মাতা- মরিয়ম বেগম, সাং- মহুরী পাড়া, সিপাহি বাড়ি, ওয়ার্ড নং-২৪, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
০৫। শওকত আলী রনি (৪৮), পিতা- মোহাম্মদ আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- পাঠানটুলি নাজির পুল অহিদুল নবী কন্ট্রাকটারের বাড়ি, নিচতলা, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
০৬। আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), পিতা- আঃ মালেক, মাতা- শামসাদ বেগম, সাং- পশ্চিম মাদারবাড়ি খেলিফা খাবার হোটেলের পার্শ্বে, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- তাহের সওদাগরের এলাকা বারো কোয়ার্টার মুগলটুলি আগ্রাবাদ, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
০৭। সাজ্জাদ (১৮), পিতা- শফিকুল, মাতা- আয়েশা, সাং- ডালপায়, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে- মহুরী পাড়া মনসুর কলোনী, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
০৮। সাব্বির হোসন শাওন (৩০), পিতা- মোঃ ইদ্রিস, মাতা- আনজুমান আরা বেগম, সাং- পুর্ব মহুরিপাড়া মোনাফ সওদাগরের বাড়ি, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
০৯। হাছান মুরাদ চৌধুরী রিমন(২৯), পিতা-আব্দুল গোফরান, মাতা-শাহনাজ বেগম, সাং-বিশ্ব কলোনী, জি ব্লক, প্লট নং-৩৩০, থানা-আকবরশাহ জেলা-চট্টগ্রাম বর্তমানে-পানওয়ালাপাড়া, হাড্ডি কোম্পানীর মোড়, সুমনের ভাড়াঘর, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম,
১০। মোঃ সাইদুল ইসলাম(২৮), পিতা-রতন বেপারী, মাতা-শাহিনুর বেগম, সাং-ছোটপুল, ৫ম তলা বিল্ডিংয়ের সামনে, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,
১১। হাজী মোঃ নুরুল হুদা(৫৭), পিতা-মৃত আবুল বশর, মাতা-হাফেজা খাতুন, সাং-দঃ মধ্যম হালিশহর, আলী মাঝিরপাড়া, বশর বাটলারের বাড়ী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামদেরকে আটক করি। উক্ত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। বর্ণিত গ্রেফতারকৃত আসামীরাসহ পলাতক আসামীরা এবং
অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা সন্ত্রাসী কর্মকান্ড প্রসারিত করার
উদ্দেশ্যে বর্ণিত স্থানে মিছিল করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতিসাধন, সন্ত্রাসী কর্মকান্ড প্ররোচিত এবং অপরাধ সংঘটনের সহায়তা করায় উক্ত ঘটনার প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৫, তারিখঃ ২০/০৯/২০২৫ ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১)/৮/৯/১০/১২/১৩ রুজু করা হয়। উক্ত গ্রেফতারক…ত আসামীদেরকে বর্ণিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।



























