মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া নির্মাণের মাত্র চার মাসেই ভেঙে পড়েছে পাটবন্দর-সাতবাড়িয়া সড়ক। সড়কটির কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও কোথাও ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা।
খোঁজ নিয়ে জানা যায় , এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৯ শত মিটার সড়কটি নির্মাণ করে ‘এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর সড়কটি নির্মাণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তবে মাত্র চার মাসের মাথায় সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে তীব্র ক্ষোভে। পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক।
সড়কটি ভেঙে পড়ায় এখন সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রতিদিন এই সড়ক দিয়েই বাজার ও কর্মস্থলে যেতে হয় শত শত মানুষ ও যানবাহন চালককে।
সড়কে খানাখন্দ সৃষ্টির কারণে প্রায়ই রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বিকল হচ্ছে। সাতবাড়িয়া গ্রামের সামিউল ইসলাম সিরাজী ও জামশেদ খন্দকার বলেন, রাস্তা নির্মাণের সময় পাশে থেকে মাটি কেটে ফেলা হয়েছিল, তখন থেকেই গর্ত সৃষ্টি হয়েছে।
এরপর বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হয়েছে। এছাড়াও কাজ নিম্নমানের হওয়ায় আমরা বাঁধা দিয়েছিলাম। তখন এলজিইডি অফিস থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন এই অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বলেন, ‘নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতি হয়েছে।’ এসময় প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এলজিইডি অফিসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এসময় উল্লাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ শহিদুল্লাহর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সড়কটি নির্মাণে এক কোটি ১৫ লাখ টাকার টেন্ডার হয়েছিল।
এ বছর প্রবল বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত