মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএনএ (United NRB Alliance) এর উদ্যোগে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী-এর সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, জ্যাকসন হাইটসের জুইস সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ইউএনএ’র সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূঁইয়া অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোশাররফ হোসেন খান চৌধুরী শুধু একজন শিক্ষানুরাগীই নন, বরং একজন আদর্শ শিক্ষক, সমাজ সংগঠক ও মানবসেবার প্রতীক। তাঁর আজীবন প্রচেষ্টা বাংলাদেশের গ্রামীণ শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় উজ্জ্বল করেছে।”
সংবর্ধিত অতিথি মোশাররফ হোসেন খান চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “প্রবাসে থেকেও প্রবাসীরা মাতৃভূমির শিক্ষা ও উন্নয়ন নিয়ে যে আন্তরিকতা দেখান, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি আমার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা গ্রহণ করছি, তবে এই কৃতিত্ব মূলত আমার সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর।”
তিনি আরও বলেন, “শিক্ষা শুধু ডিগ্রির বিষয় নয়; এটি মানবিকতা, আদর্শ ও জাতীয় দায়িত্ববোধের প্রতিফলন। প্রবাসী সমাজ যদি দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ দ্রুত একটি জ্ঞানভিত্তিক সমাজে পরিণত হবে।”
বক্তৃতা করেন ইউএনএ’র উপদেষ্টা আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক লতিফুল হক, নিউইয়র্ক বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহনেওয়াজ সোহেল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নূরজাহান আক্তার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মো. কামরুল হাসান, এবং প্রবাসী সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। তারা বলেন, “মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষা ও সমাজ উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশপ্রেমিক প্রবাসীদেরও অনুপ্রেরণা জোগায়।”
সংবর্ধনা শেষে সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। প্রবাসী তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন প্রবাসী সমাজে দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনএ সাংস্কৃতিক সম্পাদক রওশন আরা বেগম। সংবর্ধনা শেষে দোয়া ও দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করে মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী বাংলাদেশের শিক্ষা উন্নয়ন, মানবিকতা ও সামাজিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে যে ভূমিকা রাখছেন, প্রবাসী সমাজ আজ তারই স্বীকৃতি দিচ্ছে। প্রবাসে থেকেও এমন আয়োজন আমাদের জাতিগত গর্ব ও ঐক্যের নিদর্শন—যা শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার বন্ধনকে আরও গভীর করে তুলবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত