মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ০৪/০৮/২০২৫ ইংসিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সিমকী ইমাম খান আজ সাধারণ মানুষের আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তাঁর পরিচিতি এখন শুধু দলের ভেতরে নম্র সাধারণ মানুষের মধ্যে ও তিনি পেয়েছেন আলাদা ভালোবাসা ও সম্মান। রাজপথের সাহসী সৈনিক হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় সিমকী ইমাম খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। আন্দোলন-সংগ্রামে থেকে শুরু করে সমাজসেবায় তাঁর অবদান একবাক্যে স্বীকার করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গার গ্রামীণ বাজারে, শিক্ষাঙ্গন থেকে কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে সিমকী ইমামের নাম এখন আলোচনার শীর্ষে। এক নারী জানান, সিমকী আপা আমাদের মতো নারীদের সম্মানের জায়গায় নিয়ে যেতে চান। উনি আমাদের দুঃখ-কষ্ট বুঝেন। একজন কৃষক বলেন, কৃষকের কথা বলেন এমন নেতা আজ কাল খুবই কম পাওয়া যায়। উনি আমাদের পাশে আছেন সবসময়। এক কলেজ শিক্ষার্থী জানায়, শিক্ষার্থীদের জন্য উনার পরিকল্পনা আমাদের অনুপ্রাণিত করে। একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি আইনি সহায়তার পাশাপাশি রাজনৈতিক চিন্তা ও কর্মপরিকল্পনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নম্ররাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকারের লড়াই করা। এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের পাশে থাকার জন্য উল্লাপাড়া-সলঙ্গার প্রতিটি মানুষ যেন উন্নয়ন ও মর্যাদার জীবন পায়, সে লক্ষ্যে কাজ করছি। আমার স্বপ্ন এই জনপদকে একটি মডেল হিসেবে গড়ে তোলা, যেখানে নারী, যুবক, কৃষক, শিক্ষার্থী সবাই সমান সুযোগ পাবে। তিনি আরও বলেন, "জনপ্রতিনিধিত্ব চাই শুধু একটি পদ পাওয়ার জন্য নয়, চাই মানুষের অন্তরে জায়গা করে নিতে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন পেলে সেই লক্ষ্যেই কাজ করবো
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত