
রহমতুল্লাহ নান্দাইল ময়মনসিংহ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩ ময়মনসিংহ ৯ নান্দাইল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন
শনিবার( ১৮ অক্টোবর) বেলা ১২:০০ ঘটিকায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় মতামত পেশ করেন নান্দাইল উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক ওমর ফারুক নোমানী,উপজেলা
বিএন পির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির সদস্য আবু তাহের সিদ্দিক, রানা প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন নির্বাচনীব ইশতেহারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি এ তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন একটা দেশকে সমৃদ্ধশালী করতে হলে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকাসক্তের মত সর্বনাশা পথ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য তিনি সবার প্রতিন উদাত্ত আহ্বান জানান।সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন,
দেশের অর্থনীতির বিরাট একটা অংশ যেহেতু কৃষির ওপর নির্ভরশীল সেহেতু কৃষকদের জীবন মানোন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন কৃষক বাচঁলে বাচঁবে দেশ।তাছাড়া নান্দাইলে স্বাস্থ্য খাতের উন্নয়নসহ গ্রামীন জনপদের অবকাঠামোগত উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন। আগামীর নান্দাইলকে মাদকমুক্ত ও জুয়ামুক্ত করতেও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আমাকে স্যার নয় আমাকে আপনাদের বন্ধু ভাবতে পারেন, ভাই ভাবতে পারেন”।তাছাড়া স্যার বলে আমাকে দূরে ঠেলে দিবেননা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি থেকে যদি তিনি মনোনয়ন পান তবে নান্দাইলের অপরাপর মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের সাথে নিয়ে একই পতাকাতলে নান্দাইলবাসীর ভাগ্যোন্নয়নে তিনি কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন



























