
হুমায়ুন কবির নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে “নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব” এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়া’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আজ (২ নভেম্বর) রবিবার বিকাল ৫ ঘটিকায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান।
উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন,,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী।
তারা বলেন, মরহুম ফজলুল হক ভূঁইয়া নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবের ৪ বারের সাবেক সভাপতি ছিলেন।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নান্দাইলে সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-মোঃ রুহুল আমিন, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি মাহাবুব আলম কাজল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ রহমত উল্লাহ, মরহুম ফজলুল হক ভূঁইয়া’র ছেলে জিয়া ইবনে হক প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া’র কর্মময় জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে ফজলুল হক ভূঁইয়া’র আত্নার মাগফিরাত কামনা করে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।





















