
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে জালধরা বীলের পানিতে ডুবে মোঃ সাইদূল ইসলাম নাঈম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নেত্রকোনার জেলার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামের মোঃ শামসুদ্দীন মিয়া ও নার্গিস আক্তার দম্পতির তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিল।জানা যায়, গত মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শিশু নাঈম তার মা ও দুই ভাই-বোনের সাথে ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তাঁর পিতা মোঃ শামসুদ্দীন মিয়ার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি আনুমানিক বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ভর) বিকেল ৪:০০ ঘটিকার দিকে বাড়ির পার্শ্ববর্তী জালধরা বিলের পাড়ে পানিতে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকা থেকে তাকে খুঁজে না পাওয়ায় মসজিদে মাইকে হারানো সংবাদ প্রচার করা হয় এবং সারারাত ধরে খোঁজাখুঁজি চলে। অবশেষে, আজ শুক্রবার সকালে আনুমানিক ৭:০০ ঘটিকায় বাড়ির পার্শ্ববর্তী জালধরা বিলের পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ সহ ৫নং ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলাম রতন।পরে ধর্মপাশা থানা থেকে প্রথমে এস আই সাইফুল ও আব্দুল মালেক উপস্থিত হয়ে মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট এরং তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরবর্তীতে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এবং ধর্মপাশা সার্কেলের নব যোগদানকৃত সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বী রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেন।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















