
👉 অভিযান ০১:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে নিবন্ধন ছাড়াই টিভ্যাস সেবার অনুমোদন, রাজস্ব ফাঁকি,
বন্ধ করপোরেট সিম সচলের আশ্বাস দিয়ে ঘুস গ্রহণ, সভা আয়োজনের নামে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে বিটিআরসি সদর দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা এবং প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় কয়েকটি অভিযোগের প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হয়। প্রাপ্ত রেকর্ডপত্রসমূহ পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ০২:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০২৪-২৫ অর্থবছরে টিআর, কাবিখা, কাবিটা কর্মসূচী’র মাধ্যমে সম্পাদিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায় যে, অদ্যাবধি আংশিক কাজ করা হয়েছে এমন বেশ কয়েকটি প্রকল্পের চুড়ান্ত বিল জুন, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে উত্তোলন করা হয়েছে। এমনকি কোনো কোনো প্রকল্পের কাজ না করেই নানাবিধ অনিয়ম ও দুনীতির মাধ্যমে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ করা হয়েছে এরূপ প্রাথমিক তথ্য-প্রমাণ পায় দুদক টিম। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
👉 অভিযান ০৩:
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে এবং রোগীদের সাথে কথা বলে। এছাড়াও টিম কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ষিত বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়। প্রাথমিক পর্যালোচনায় স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের সংকট রয়েছে মর্মে টিম পরিলক্ষিত করে। অভিযানকালে প্রাপ্ত তথ্য এবং সেবাগ্রহীতাদের মতামতের আলোকে স্বাস্থ্য সেবার মান উন্নীতকরণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে পরামর্শ প্রদান করে দুদক টিম। অন্যান্য অভিযোগের বিস্তারিত যাচাইয়ের জন্য টিম কর্তৃক বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।