মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের আমবাড়ী হাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনও রয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে হেলটেক্স পরিবহনের (ঢাকা ব-১২-১৩১৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে চিৎকার-আহাজারি ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুক হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং হালকা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই আহত অবস্থায় ফারুক হোসেন ফেসবুক লাইভে এসে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে মিলে আমরা উদ্ধার তৎপরতা চালাই। ভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত