মোঃমেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সোমবার - ২০২৫ দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা বলেন,জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মশালা শুধু কাগজে কলমে থাকলেই হবে না বাস্তবায়ন করতে হবে। বেঁচে থাকতে হলে খাদ্য গ্রহন করতে হবে। সুস্থ ভাবে বাঁচতে হবে। আর সুস্থভাবে বাঁচতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। একজন মানুষকে সুস্থ সবল থাকতে হলে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহন করা উচিৎ। পুষ্টিকর খাবার শিশু এবং কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুরভী আক্তার।
বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) মোঃ আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (চেহেলগাজী) আরিফুর রহমান, গেইন এর রিসোর্স পার্সন মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত