আজ ১০ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ ও অফিসারগণ প্রধান অতিথির নিকট মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ। এ প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও সততার ওপরই নির্ভর করে ভোটারদের আস্থা ও অংশগ্রহণের মাত্রা। একজন দক্ষ পুলিশ সদস্যের উপস্থিতিই ভোটারদের মনে আস্থা ও নিরাপত্তা জাগিয়ে তোলে।
নির্বাচন সুষ্ঠু রাখতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। প্রশিক্ষণ শুধু নিয়ম শেখায় না— এটি দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের নিরপেক্ষ ভূমিকার বিকল্প নেই।
জনগণের ভোটাধিকার রক্ষা করাই পুলিশের প্রকৃত গৌরব।” তিনি আরও বলেনআমরা আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন। আমাদের লক্ষ্য— ‘নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
জনাব মোঃ আব্দুল হালিম খান, যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১), নির্বাচন কমিশন সচিবালয়;
জনাব মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা;
জনাব মোঃ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, কুমিল্লা;
জনাব মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা; মহোদয়গণ
এছাড়াও কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত