সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
১০ই সেপ্টেম্বর বুধবার, ঠিক বিকেল তিনটায়, ভারতীয় জনতা পার্টির সদস্যরা ও সুবোধ সরকারের উদ্যোগে মুরলীধরে অবস্থিত, বিজেপির পার্টি অফিসের সামনে থেকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর ক্ষুদিরাম, সবার ছবি হাতে নিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন, এবং সেন্ট্রাল এভিনিউ এর সংযোগস্থলে কলুটোলা মোরে, রাস্তা অবরোধ করেন ও টায়ার জ্বালিয়ে ধিক্কার জানান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্টার পোড়ান,
বিজেপি তরফ থেকে বলা হয়, যে সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে, ভাষা নিয়ে ধরনা দিচ্ছে, বিজেপি সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করছেন, শুধু তাই নয়, যে ধর্ণা মঞ্চে কবিরূপ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি নজরুল, ক্ষুদিরাম বোস, প্রত্যেক বাঙালির ও মনীষীদের ছবি নিয়ে মতলার ধরনা মঞ্চে স্লোগান দিচ্ছেন বাংলা ভাষার বিরুদ্ধে, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য।
অথচ দেখা গেলো, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকারের সদস্য ও কর্মীরা রবীন্দ্রনাথের ফটো আগুন দিয়ে পড়াচ্ছেন, এর থেকে লজ্জা আর কি আছে, মুখে বাংলা ভাষা, আর মনে কবিগুরুকে অপমান, তাই আমরা এরই প্রতিবাদে ধিক্কার জানালাম।, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, আর যতদিন না দোষীরা গ্রেফতার হবে, আমরা এই ভাবে আন্দোলন করে যাব, আই আজকের এই আন্দোলন থেকে প্রশাসনকে জানাতে চাই, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুন, আমরা বাংলাকে, বাংলাদেশ হতে দেব না।
এটা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা নেতাজী সুভাষ চন্দ্রের বাংলা, এই বাংলায় কারো অপমান হোক, আমরা তাদের ছেড়ে কথা বলবো না,
তাই বাংলার মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আপনি বাংলা ভাষা নিয়ে লড়াই করছেন, অথচ আপনার দলের কর্মীরা এই বাঙালি কবি রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে এর থেকে লজ্জার কি থাকতে পারে, বাংলাদেশে রবীন্দ্রনাথের সমস্ত কিছুর উপর হামলা হয়েছিল, আর পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হলো, এইয অপমান বাংলার কেউ মেনে নেবে না। তাই আপনার দলের কর্মীরা প্রমাণ করে দিল, কি হতে চলেছে, বাংলার ঐতিহ্যকে ধুলিস্যাৎ করার নোংরা খেলা শুরু করেছে, আর আপনি এর বিরুদ্ধে চুপ করে দেখছেন
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত