মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ – তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে। গত ২৪ আগস্ট (রবিবার) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
সাভারের আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় আশুলিয়ার বেক্সিমকোর গলি, চক্রবর্তী ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৪০ ফুট অবৈধ বিতরণ লাইন এবং ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া, ৩/৪ ইঞ্চি তিনটি সোর্স কিলিং করা হয়েছে।
একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার মিল্টন রায়। অভিযানে ১টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) এবং আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ২১০ ফুট এমএস লাইন পাইপ জব্দ করা হয়।
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর আওতায় দক্ষিন কেরানিগঞ্জ, বেগুনপট্টি ও দোলেশ্বর এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে ২টি নামবিহীন অবৈধ ওয়াশিং কারখানা ও ১টি আবাসিক স্থানে ৬টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ এবং ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। এতে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।
এছাড়া, নারায়ণগঞ্জ আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের নেতৃত্বে ফতুল্লা ও নারায়ণগঞ্জের ৮টি বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রায়ান সিএনজি স্টেশনে অতিরিক্ত ভালভ পরিলক্ষিত হওয়ায় গ্রাহককে মৌখিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানে—যেমন কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি ও রূপনগর প্রিন্টিং ওয়ার্কস—কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে তা উচ্ছেদ করা হবে, যাতে গ্যাস চুরি ও অনিয়ম রোধ করা যায়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত