প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:১৯ পি.এম
ঝিলংজা উত্তরণ এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী ধর্ষণের শিকার
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে।
কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রীকে ধর্ষন করেছেন এক অধিবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন চাকমা (৪৫) নামের এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে এক বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বিমল চাকমা (৪৫) নামের একজন মাদকাসক্ত ব্যক্তি ওই দম্পতির উপর হামলা চালান।
আক্রমণে রঞ্জন চাকমা ঘটনাস্থলেই নিহত হন এবং তার স্ত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, স্থানীয় জনগণ অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। জানা গেছে, অভিযুক্ত হত্যাকারীও আদিবাসী সম্প্রদায়ের সদস্য এবং তিনি মাদকাসক্ত ছিলেন। নিহত রঞ্জন চাকমার বাড়ি রাঙামাটি সদর এলাকায়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত