শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নার্সিং পড়–য়া নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।
সহপাঠি মিতুল জানান, মৃত্যুর দিন সকালেও শামিমার সাথে কথা হয়। তার আচরনের মধ্যে এমন কোন কিছু সে দেখিনি যে আত্মহত্যা করতে পারে। তিনি বলেন, শামিমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তারা পেয়েছেন যার প্রেক্ষিতে মনে হচ্ছে একটি আত্মহত্যা হতে পারে না।
শামিমার সহপাঠি আপন জানান, একটি চিরকুট দেখানো হয়েছে যে শামিমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু যে হাতের লেখা চিরকুট দেখানো হচ্ছে সেটা শামিমা না। শামিমার হাতের লেখার সাথে ওই হাতের লেখার কোন ভাবেই মিল না। এখানে কোন গড়মিল আছে বা ধামা চাপা দেওয়া হচ্ছে।
গত ২০ আগষ্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়–য়া নাসরিন নাহার শামিমা গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এর পর তার সহপাঠি ও স্থানীয়রা সেখানে যান। তাদের সন্দেহ হয় শামিমা কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। এটি হত্যাকান্ড হতে পারে বলে তাদের ধারনা। শামিমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা দত্তক নিয়ে লালন পালন করে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত