
মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ২৮/০৭/২০২৫ ইংজুলাই বিপ্লব কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত লোকজনকে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে ২৮ জুলাই সোমবার ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ২০০০ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগন এই এলাকার গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, চরাঞ্চল হওয়ায় এই এলাকায় চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি।ব্যবহার না করার ফলে যন্ত্রপাতি গুলো ও নষ্ট হয়ে যাচ্ছে।সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন ১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান,বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জনসাধারণের পাশে থাকা এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।



























