কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক,কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় আমি বক্তব্য ও কবিতা আবৃত্তি করি.....
( বিশেষ করে বুড়িচংয়ে সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক চর্চা তেমনটা হয়না তবুও কয়েকজন সাহিত্য প্রেমিদের কারণে এসব অনুষ্ঠান হয়ে থাকে তা আমার কাছে ভালো লাগে)
ধন্যবাদ জানাই:- সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র এর পরিচালক আলাউদ্দিন আহমেদ আলাল ভাই ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ভাইকে।
হে বিদ্রোহী কবি আক্কাস আল মাহমুদ হৃদয়
হে প্রিয় কবি, তুমি মোর হৃদয়ের ছবি, হে আঁধার রাতের আলো দিশারী, তুমি যে আমার পূর্ব আকাশের রবি তুমি রবে মোর হৃদয়ের মাঝে, তোমারই সুর মোর হৃদয়ে বাজে, বাজবে অনন্ত—অসীমকাল, হে কবি, তুমি বিশ্বময় অমলিন দ্যুতিময়, তোমারই আশীর্বাদে গেয়ে যাব মোর জীবনের গান নিরন্তর।তুমি বেঁচে রবে এই বাংলার vশস্য–শ্যামলে ভরা মাঠে, তোমায় মোরা স্মরণ করিব যুগে যুগে, অনন্ত কালের পথে। হে সত্যের পথিক, ওহে বিদ্রোহী সৈনিক, তুমি যুদ্ধ করে গেছো এই কলম দিয়ে সারাটি জীবন, জয়ী তুমি, জয়ী তোমার বিদ্রোহী জীবন, তাই তো আজও ভোলে নাই কেউ, ভুলিবে না তোমায় এই বিশ্বভুবন।
হে বীর পুরুষ, তুমি দিয়ে গেছো কত গীতি, কবিতা, গান, তুমি যে ছিলে প্রভুর প্রেমে মজলুম, গেয়েছ প্রভুর শান,
প্রমাণ আছে শত শত কাব্যে তোমার হামদ-নাতের অনুরণন।তাই তো আমি দৃষ্টি প্রমাণ দেখিতে পাই,
বলেছ তুমি গানের সুরে “মজিদেরেই পাশে আমায় কবর দিও ভাই...”আমি যেন আযানের সেই মধুর ধ্বনি কবরে গিয়ে শোনতে পাই।
হে বঙ্গবীর, তুমি দেখিয়ে দিয়েছো তোমার কাছে সবাই সমান, ছিল না জাত–প্রজাতির বিভেদ, তোমার বুকের মধ্যে ছিল মায়ার ভোরের পাখি,
তার ডাকে জাগত সোনালি প্রভাত। আকাশের বজ্রধ্বনিতে শুনি
তোমারই বিদ্রোহী আহ্বান, শোষণ-নিপীড়নে প্রতিবাদী ছিলে তুমি, পরাজিত করতে পারেনি কোনো কালবৈশাখী ঝড়।
যতদিন বেঁচে থাকি এই বঙ্গ-সাহিত্যের কোলে, ততদিন যাব না হে প্রিয় কবি, তোমাকে ভুলে,,
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত