০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছিনতাইকারী আবুলের হাত থেকে এখনও উদ্ধার হয়নি আফজাল কাজীর বালাম বই ও নগদ অর্থ

  • প্রকাশের সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 52

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বুড়িচং থানায় কাজী আফজাল কাজীর সরকারি বালাম বই ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত ছিনতাইকারী আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনও বালাম বই, নগদ অর্থ ও মোটরসাইকেলের চাবি উদ্ধার হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকশীমুল ইউনিয়ন কালিকাপুরে কাজী আফজাল দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনপ্রাপ্ত কাজী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৯ আগস্ট আফজালের স্ত্রী অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ওই দিন পূর্বনির্ধারিত একটি বিয়ে সম্পন্ন করার জন্য আফজালের বিশ্বাসী সহকারী মোঃ শরীফ আহম্মদ কাজটি সামলান।

কাজী আফজালের বর্ণনা অনুযায়ী, শরীফ আহম্মদ বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে ছোট হরিপুর এলাকায় ছিনতাইকারী আবুল হোসেন ও তার ৫-৬ সহযোগীকে দ্বারা বাধা দেওয়া হয়। তারা মোঃ শরীফ আহম্মদকে এলোপাথারী কিল, ঘুষি এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে সরকারি বালাম বহি, রশিদ বহি, বিয়ের ফি ৪৫০০ টাকা এবং নগদ ৫০০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এসময় আবুল হোসেন মোঃ শরীফ আহম্মদের মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেন।

কাজী আফজাল অভিযোগ করেন, আবুল হোসেন কাজী পরিচয় দিয়ে সাধারণ জনগণকে প্রতারণা ও জালিয়াতি করে আসছে। তিনি জানান, আবুল হোসেন তার স্বাভাবিক কার্যক্রম ও সুনাম ক্ষুণ্ণ করছে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত হুমকি দিচ্ছে। আফজাল আরও বলেন, আবুল হোসেন বিভিন্ন স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়ে বালাম বই, নগদ অর্থ ও মোটরসাইকেলের চাবি উদ্ধার এবং ভুয়া কাজী সেজে প্রতারণা করা সব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানান।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল হক সাংবাদিকদের বলেন, “এগুলো সাজানো ঘটনা। কাজী আফজাল তার দোষ ঢাকানোর জন্য এমন নাটক সাজিয়েছে। তবে অভিযোগ দায়ের হওয়ায় আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ ভুয়া কাজী পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ গাজীপুরের স্থানীয় প্রশাসনের কাছে নজর কাড়েছে।

জনপ্রিয়

লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

ছিনতাইকারী আবুলের হাত থেকে এখনও উদ্ধার হয়নি আফজাল কাজীর বালাম বই ও নগদ অর্থ

প্রকাশের সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বুড়িচং থানায় কাজী আফজাল কাজীর সরকারি বালাম বই ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত ছিনতাইকারী আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনও বালাম বই, নগদ অর্থ ও মোটরসাইকেলের চাবি উদ্ধার হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকশীমুল ইউনিয়ন কালিকাপুরে কাজী আফজাল দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনপ্রাপ্ত কাজী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৯ আগস্ট আফজালের স্ত্রী অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ওই দিন পূর্বনির্ধারিত একটি বিয়ে সম্পন্ন করার জন্য আফজালের বিশ্বাসী সহকারী মোঃ শরীফ আহম্মদ কাজটি সামলান।

কাজী আফজালের বর্ণনা অনুযায়ী, শরীফ আহম্মদ বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে ছোট হরিপুর এলাকায় ছিনতাইকারী আবুল হোসেন ও তার ৫-৬ সহযোগীকে দ্বারা বাধা দেওয়া হয়। তারা মোঃ শরীফ আহম্মদকে এলোপাথারী কিল, ঘুষি এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে সরকারি বালাম বহি, রশিদ বহি, বিয়ের ফি ৪৫০০ টাকা এবং নগদ ৫০০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এসময় আবুল হোসেন মোঃ শরীফ আহম্মদের মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেন।

কাজী আফজাল অভিযোগ করেন, আবুল হোসেন কাজী পরিচয় দিয়ে সাধারণ জনগণকে প্রতারণা ও জালিয়াতি করে আসছে। তিনি জানান, আবুল হোসেন তার স্বাভাবিক কার্যক্রম ও সুনাম ক্ষুণ্ণ করছে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত হুমকি দিচ্ছে। আফজাল আরও বলেন, আবুল হোসেন বিভিন্ন স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়ে বালাম বই, নগদ অর্থ ও মোটরসাইকেলের চাবি উদ্ধার এবং ভুয়া কাজী সেজে প্রতারণা করা সব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানান।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল হক সাংবাদিকদের বলেন, “এগুলো সাজানো ঘটনা। কাজী আফজাল তার দোষ ঢাকানোর জন্য এমন নাটক সাজিয়েছে। তবে অভিযোগ দায়ের হওয়ায় আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ ভুয়া কাজী পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ গাজীপুরের স্থানীয় প্রশাসনের কাছে নজর কাড়েছে।