মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না পেয়ে চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস সালাম শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা। ভাঙচুর ও মারধরের ঘটনায় ভুক্তভোগী চা দোকানী মোঃ বাচ্চু মোল্লা বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জালালপুর বাজারে মোঃ বাচ্চু মোল্লার চায়ের দোকানে যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ও তার ৫/৬ জন অনুসারী। এসময় তারা ওএমএস এর ১৫ টাকা কেজি দরের চালের ডিলারশিপ বাচ্চু মোল্লাকে পাইয়ে দিয়েছে বলে ৩০ হাজার টাকা দাবি করে। এসময় সকল নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছে বলে কোন চাঁদা দিতে পারবে না বলে জানালে চায়ের দোকানে ভাঙচুর করে এবং মোঃ বাচ্চু মোল্লাকে মারধর করে। একইসাথে দোকানে রাখা ওএমএস এর ৫২১ বস্তা চাউল বিক্রির ২লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোঃ বাচ্চু মোল্লা। বিষয়টি নিয়ে কথা হলে ভুক্তভোগী মোঃ বাচ্চু মোল্লা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ও তার অনুসারীরা তাকে মারধর করে এবং চায়ের দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এনায়েতপুর থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা হলে এনায়েতপুর থানার ওসি মুঠোফোনে জানান, পূজার কারণে ব্যস্ত থাকায় কে অভিযোগ দিয়েছে জানা নেই। দেখে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা। এ ব্যাপারে অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম জানান, দলের ছেলেপেলে আছে, যেখান থেকে যা পাই সবার সাথে সমান ভাবে ভাগ করে নেই। কারো সাথে কোন শত্রুতা নেই। চায়ের দোকানে একটা গণ্ডগোল হয়েছে, ওখানে চায়ের দোকানদারের ছেলেই আমাকে মেরে আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ ওছি মোঃ আনারুল ইসলাম বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি আইনী প্রক্রিয়া চলমান রেখেছি।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত