
খুলনা ব্যুরো:
বিভাগীয় শহর খুলনায় ডিজিটাল প্লাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য ১ দিনের মিডিয়া ক্যাম্পেইন গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এর আয়োজনে এবং ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কর্মশালাটি নগরীর একটি অভিজাত শ্রেণির হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক,প্রবীন সাংবাদিক মোতাহার রহমান বাবু। তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা,এই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তথ্যের গুণগতমান বজায় রেখে সত্য সংবাদ পরিবেশন করতে হবে।
উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান পপলু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস্) খুলনা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, এসএ টিভি খুলনা বিভাগের প্রধান রকিবুল ইসলাম মতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল এবং সময় টেলিভিশনের খুলনা বিভাগের প্রধান আব্দুল্লাহ এম রুবেল।
অনুষ্ঠানে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান পপলু সাংবাদিকদের সামনে সাংবাদিকতার মূলনীতি, নিরাপত্তা, ডিজিটাল আইন, সংবাদ সংগ্রহের নিয়ম এবং অনলাইন-ডিজিটাল সাংবাদিকতার কার্যক্রম নিয়ে বিস্তারিত সম্মুখ ধারণা প্রদান করেন।
তিনি বলেন, “একজন সাংবাদিকের দায়িত্ব শুধুমাত্র সংবাদ প্রকাশ করা নয়। সঠিক তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস নির্ধারণ, নৈতিকতা বজায় রাখা, এবং নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি সাংবাদিকের মৌলিক কর্তব্য। ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার সময় তথ্যের সত্যতা যাচাই, সোশ্যাল মিডিয়ার প্রভাব, এবং ডিজিটাল আইন সম্পর্কে অবগত থাকা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের জন্য প্রয়োজন সার্বিক দক্ষতা ও জ্ঞান—যেমন বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহের পদ্ধতি, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, সাক্ষাৎকার গ্রহণ ও লেখা, প্রতিবেদনের গঠন এবং পাঠকের জন্য তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করা।
এছাড়া অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সতর্কতা, নিরাপদ সংবাদপ্রচার এবং নৈতিক সাংবাদিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যতটা সম্ভব নিজেকে সব ধরনের সাংবাদিকী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখতে হবে। এটি আমাদের পেশাকে শক্তিশালী ও সমাজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে।”
বিশেষভাবে উপস্থিত ছিলেন সিডাব্লু এফ-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডলসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।
আয়োজকরা জানান,
এই মিডিয়া ক্যাম্পেইন ডিজিটাল সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরাপত্তা সচেতনতা, অনলাইন দক্ষতা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।










