নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে জুম্ম ছাত্রজনতার ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর পৌরসভা, উপজেলা সদর ও গুইমারা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুম্ম ছাত্রজনতার ডাকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ পালিত হয়। এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
অবরোধ চলাকালে সড়কে টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল পোড়ানো, এমনকি অ্যাম্বুলেন্স ও মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা জনদুর্ভোগে পরিণত হয়।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিভিন্ন স্থানে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত