সেলিম মাহবুব,ছাতক
কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর থেকে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার বেলা ৩ টার দিকে নারাইনপুর গ্রামের লতিব আলীর ঘর থেকে এইসব মদ জব্দ করে পুলিশ।
এদিকে পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নারাইনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় লতিব আলীর ঘর থেকে বিশাল একটি মদের চালান জব্দ করা হয়। ঘরের ভিতর খাটের নিচে তল্লাশী করে ১৭টি বস্তায় ভারতীয় ৭৯৪ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ভর্তি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে যান।
সীমান্ত এলাকার এসব গ্রামে ভারত থেকে মদ এনে মজুদ করে দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয় মাদক ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, এ অঞ্চলে দিন দিন মাদক ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ জানান ৭৯৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এর সাথে জড়িত যারা আছে তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত