আন্দোলন-সংগ্রামের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন সামনের সারিতে।
যখন অনেক নেতা কঠিন সময়ে পিছিয়ে গিয়েছিলেন, তখন হাজী জসীম উদ্দীন নেতাকর্মীদের বুকের সাহস যুগিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
তিনি জেল থেকে বেরিয়ে এসেও জনগণের অধিকার আদায়ে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন।
ত্যাগ, সাহস, সততা ও মানবিকতার গুণে গুণান্বিত এই নেতা আজ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত