কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোসাঃ কামরুন্নাহার (কামু) (৩৫) ও মোসাঃ সরস্বতী (৪৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কামরুন্নাহারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং সরস্বতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর), সদর দক্ষিণ মডেল থানার এসআই জনি কান্তি দে ও এএসআই রুবেল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুয়াগাজী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণসহ দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের একটি
অংশ। আজকের অভিযানে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
”
এদিকে, এ অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত