১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপে পুজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন

  • প্রকাশের সময় : ০৬:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 76

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপে পুজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

এ সময় তিনি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কঅতৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমূখর করতে সহযোগিতার বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণ ও পূজা উদযাপন কারীদের আশ্বস্ত করে বলেন—“কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে, পূজা উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময়ে জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ’ স্থানীয় জনপ্রতিনিধি, সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপে পুজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন

প্রকাশের সময় : ০৬:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপে পুজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

এ সময় তিনি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কঅতৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমূখর করতে সহযোগিতার বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণ ও পূজা উদযাপন কারীদের আশ্বস্ত করে বলেন—“কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে, পূজা উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময়ে জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ’ স্থানীয় জনপ্রতিনিধি, সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।