কুমিল্লা বুড়িচং- উপজেলা ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগ এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন করেন । ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। রাতেই র্যাব কুমিল্লা -১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং মডেল থানার ওসি আজিজুল হক। নির্যাতনের শিকার যুবক তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে শ্রী জয় (৩৩) । ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন লাঠি হাতে তাকে আঘাত করছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শ্রী জয়, প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তাকর্মীরা নামাজে না গিয়ে চোর ধরার জন্য ওঁৎ পেতে থাকেন। এসময় শ্রী জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধাওয়া দিয়ে কুকুর লেলিয়ে দেওয়া হয় দেশীয় লাঠি দিয়ে তাকে মারাত্মক জখম করেন
ভিডিওটি ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। রাতেই র্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল বণিক বার্তা কে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে কুমিল্লা র্যাব ১১- হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত