খন্দকার মহিবুল হক, কুমিল্লা
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ মাধ্যমে ভূমি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আদর্শ সদর উপজেলা।
১নং কালিরবাজার ইউনিয়ন ভূমিসেবায় স্বচ্ছতা-জবাবদিহীতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন 'পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস
ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)' প্রকল্পের আওতায় গতকাল ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সকাল ১১:৩০ টায় সচেতন নাগরিক
কমিটি (সনাক) কুমিল্লা ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে ১নং কালিরবাজার ইউনিয়ন ভূমি অফিসের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে
গণশুনানি অনুষ্ঠিত হয়।
সনাক কুমিল্লার এরিয়া কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট প্রবীর কুমার দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে স্বাগত বক্তব্য প্রদান করেন
সনাকের সদস্য বদরুল হুদা জেনু। সনাক কুমিল্লার ভূমি বিষয়ক উপ-কমিটি আহবায়ক ও সনাক সহ সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর
পরিচালনায় গণশুনানিতে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবাগ্রহীতা জসীম উদ্দিন বলেন, করনীক ভুলের জন্য খাজনার দাখিলা নেওয়া
হয়েছে। সেবাগ্রহীতা বাচ্চু মিয়া বলেন তার দলিলের সম্পতি অন্য ব্যক্তি বিক্রয় করছে যার কারনে খারিজ হচ্ছে না এবং তিনি হয়রানির শিকার হচ্ছেন। সেবাগ্রহীতা জাকির হোসেন অবৈধ দিঘী ভরাট ও পাহাড় দখল বন্ধের দাবী জানান। সেবা গ্রহীতা আরিফ হোসেন বলেন, সরকারি খাস জমি অবৈধ দখল ও বাজার এর রাস্তা দখল করে সমস্যার সৃষ্টি করছে, তিনি দ্রুত তা উচ্ছেদ করার অনুরোধ জানান।
প্রধান অতিথি আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা-জবাবদিহীতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ প্রয়োগের উপর আরো জোর দিতে হবে। তিনি আরো বলেন এখন ঘরে বসে অনলাইনে নামজারি করা যায় ও নির্দিষ্ট সময়ের মধ্যে নামজারি সম্পন্ন করা হয় এবং ভূমি সেবা পেতে কোন ধরনের অনিয়মের স্বীকার হলে সরাসরি উপজেলা ভূমি অফিসের নাম্বারে অথবা হটলাইন ১৬১২২ নাম্বারের অভিযোগ জানাতে বলেন। তিনি বলেন, আদর্শ সদর
উপজেলার ভূমি সেবা খাতকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় তিনি গণশুনানিতে
অংশগ্রহণকারী সেবাগ্রহীতাদের সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সহকারি কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা
দেন।
সহকারি কমিশনার (ভূমি), আদর্শ সদর উপজেলা তানজিনা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১নং কালির বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সনাক সদস্য রোকেয়া বেগম শেফালী, বিশিষ্ট সমাজসেবক মো: সফিউল আলম রায়হান, কানুনগো পরিমল চন্দ্র পাল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: আবুল হাসনাত খান, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক এর সহ সভাপতি মাহমুদা আক্তার। তিনি কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শিষ্টাচার নিশ্চিত
করে পরবর্তী প্রজন্মের সকলকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার আহবান জানান। সমাপনী বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি), আদর্শ সদর
উপজেলা তানজিনা জাহান বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা-জবাবদিহীতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের জন্য আদর্শ সদর উপজেলার ভূমি অফিস সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন ভূমি সংক্রান্ত যেকোন সেবা প্রদানের জন্য তার দরজা সকলের জন্য সবসময়ই উন্মুক্ত।
ভূমি সেবা বিষয়ে প্রান্তিক পর্যায়ে আরো প্রচারণা চালানো এবং এই ধরনের কর্মসূচি অন্যান্য ইউনিয়নে আয়োজনের অনুরোধ করেন। তিনি গণশুনানির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত