
মোঃ মেহেদী হাসান জনি প্রতিনিধি কুমিল্লা
বিবাহ একটি পবিত্র বন্ধন, যা পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া, ভালোবাসা ও দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। তবে সাম্প্রতিক সময়ে সমাজে বিবাহ বিচ্ছেদের হার বেড়েই চলেছে। একে অপরকে দোষারোপ, সন্দেহ কিংবা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণেই দাম্পত্য জীবনে ভাঙন দেখা দিচ্ছে।
এমনই একটি ঘটনা ঘটেছে সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামে। স্ত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী আর স্বামী প্রবাস ফেরত। স্ত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়া স্বামী পরকীয়া সম্পর্ক করে একাধিক বিয়ে করেছে। এছাড়া স্বামী মাদক ব্যবসা ও নেশার সাথে জড়িত এবং প্রতিনিয়ত নির্যাতন চালাতো। অভিযোগ রয়েছে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকার হিসেবেও সক্রিয়।
বিভিন্ন অভিযোগ তুলে ধরে স্ত্রী বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উভয় পক্ষের বিষয়টি সমাধানের জন্য এলাকার সাহেব-সর্দারদের নির্দেশ দেন। তবে একাধিক সালিশ বৈঠকেও সমঝোতায় আসা সম্ভব হয়নি। স্বামী সাফ জানিয়ে দেন যে তিনি আর স্ত্রীকে নিয়ে সংসার করতে চান না।
তাদের সংসারে রয়েছে দুইটি পুত্র সন্তান। এ বিষয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— সন্তানদের দোষ কী? স্বামী-স্ত্রী চাইলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সংসার টিকিয়ে রাখতে পারতেন