গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের মগড়া নাম মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুস ছাওয়ার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে তিনি সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময় করেন।
বক্তব্য রাখেন—দশকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক লাভলু, সিরাজুল হক, মান্নান, ডাঃ বাঁধন কর্মকার, কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু ও মোঃ আব্দুস ছাওয়ার।
বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং মন্দির কর্তৃপক্ষ একযোগে কাজ করবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত