ইয়াছমিন আক্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির উদ্যোগে কাফনের কাপড় পরে এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতা-কর্মী ও সাধারণ জনগণ এতে অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
আজ (১২ নভেম্বর) বুধবার বিকেলে আড়াইবাড়ি দরবার শরীফের মাঠে এ সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ূম খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা বশির চৌধুরী, ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে কসবা-আখাউড়া অঞ্চলের মানুষ সুখে-দুঃখে পাশে পেয়েছেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে, যিনি তৃণমূলের প্রিয় নেতা হিসেবে পরিচিত।
তারা দাবি করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা স্থানীয় জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়।
নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা-আখাউড়া আসনের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
তারা বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে ঘুম ফেরত নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াই হচ্ছেন ধানের শীষের যোগ্য প্রতীক।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকারের লড়াই করে যাচ্ছে।
১৭ বছর ধরে তারেক রহমান দলকে শক্তিশালী করতে যে ভূমিকা রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে মাঠে সমবেত হন।
সমাবেশ শেষে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে কাফনের কাপড় পরে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল বের করেন কর্মীরা।
মিছিলে দূর দিনের কবির ভাই ... ধানের শীষের প্রার্থী তাকে চাই ” সহ নানা স্লোগান ধ্বনিত হয়।
স্থানীয় পর্যায়ে এই সমাবেশকে কসবা-আখাউড়ায় বিএনপির একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত