বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মোহাম্মদ সবুজ খান জয়
আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কসবা উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ,
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের,
কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়,
সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল,
সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ এবং ১১৫০ কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো উফশী ধানের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব নীতি, নিয়মিত প্রণোদনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষকরা আরও বেশি উৎসাহিত হচ্ছেন। এর ফলে বোরো ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উপস্থিত কৃষকরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সময়োপযোগী এই সহায়তা তাদের উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং লাভজনক কৃষিতে এগিয়ে যেতে সহায়তা করবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত