কসবা প্রতিনিধি
২৪ নভেম্বর রাতে কসবায় আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী।
সমাবেশে তিনি বলেন, “গত ৫৪ বছরে এই দেশে জনগণের জন্য কেউ কাজ করেনি। সবাই নিজেদের স্বার্থে রাজনীতি করেছেন। তরুণ প্রজন্মের জন্য কোনো ভুমিকা গড়া হয়নি। ক্ষমতায় থাকা যারা ছিলেন, তারা প্রতিটি চাকরির জন্য অর্থ হাতিয়ে নিয়েছেন। এবার ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে জনগণ তরুণদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেবে।”
সমাবেশ শেষে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে একজন অসহায় রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাজী সিরাজুল ইসলাম, মাওলানা শিবলী নোমানী, গোলাম সারুয়ার, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, হাজী গিয়াস উদ্দীন, মাওলানা মুসলে উদ্দীন, মাওলানা আমীর হোসেন, শামীম রেজা এবং ইসলামী ছাত্র শিবের ও যুব বিভাগের কর্মীরা। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আক্তার হোসেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত