নিজস্ব প্রতিবেদক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত ত্রিমুখী অভিযানে বিপুল ইয়াবা, চোলাই মদ উদ্ধারসহ মানব পাচারের কবল থেকে ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বিজিবির সূত্র জানায়, ১ ও ২ নভেম্বর পৃথক তিন অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন মাদক ও মানব পাচার চক্রের বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।
১ নভেম্বর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিবছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ পুরুষ, ২ নারী ও ২ শিশুসহ মোট ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করে বিজিবি। তারা জানান, বিদেশে পাঠানোর প্রলোভনে একদল মানবপাচারকারী তাদের আটকে রেখেছিল। উদ্ধারকৃতদের পরবর্তীতে পরিবারের কাছে ফিরিয়ে দিতে থানায় হস্তান্তর করা হয়েছে।
পরদিন, ২ নভেম্বর সন্ধ্যায় নাজিরপাড়া সীমান্তে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে খালে ইয়াবা ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে, নোয়াখালীপাড়া এলাকায় অটোরিকশায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় দুই পাচারকারীকে আটক করে ২ বিজিবি। তাদের কাছ থেকে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন—মো. আব্দুল্লাহ (৩৫) ও মো. জয়নাল (২০), দুজনেই টেকনাফ উপজেলার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুবসমাজকে রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।”
বিজিবি জানিয়েছে, মাদক ও মানব পাচারচক্রের বিরুদ্ধে ‘অপারেশন ক্লাস্টার’ অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত