
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুলের আলোচিত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে অবশেষে তার পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান।
তার কার্যালয়ের এ সংক্রান্ত নির্দেশ সম্বলিত একটি চিঠি ইতি মধ্যেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের কার্যালয়ে এসে পৌছিয়েছে।
এ বিষয়টি উল্লাপাড়া পৌরশহর ও সচেতন মহলে আলোচনায় উঠে এসেছে।
প্রাপ্ত চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের স্মারক নং- ৩৭.০২.০০০০. ১০৭.৩১.১৩৪.২০২০/১৮৯১ তারিখ: ২৯/১০/২০২৫ ইং স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে বিধি বর্হিভুত নিয়োগ,
অর্থ আত্মসাৎ, ভর্তি বানিজ্য, নিয়োগ বানিজ্য, নারী কেলেংকারী ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। চিঠিতে আরও উল্লেখ রয়েছে কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নন এমপিও শিক্ষক কাঠামো-২১ অনুসারে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।
এ অবস্থায় প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দ্রুত অপসারণ করে জ্যোষ্ঠতম শিক্ষক বা সহকারী শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য সভাপতিকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, অধিদপ্তরের চিঠি তার হাতে এখনো এসে পৌঁছেনি। এই বিষয় জানার জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমানের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে একটি চিঠি আমি হাতে পেয়েছি বিধি অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে।
এবিষয়ে কার্যক্রম চলমান রেখেছি। এছাড়া তিনি আরো বলেছেন দ্রুত চিঠির নির্দেশনা বাস্তবায়ন করা হবে।





















