
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
গত ৭ আগস্ট রাতে একদল সন্ত্রাসী মোঃ রেজাউল করিম নয়ন এর ছেলে মীর শাফায়াৎ রেজা সানিমকে অপহরণের চেষ্টা করে স্থানীয় কিছু মানুষের সহায়তার কারণে ব্যার্থ হয়,সন্ত্রাসীরা তখন ঐ ছেলেকে হুমকি প্রদান করে, তাকে একা রাস্তায় পেলে অপহরণ করবে, এই আতঙ্কে সানিম এর বাবা ৮ আগস্ট সকালে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে এবং এর সুরাহার অপেক্ষায় ও নিরাপত্তার জন্যে ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে।
প্রায় ৭ দিন হয়ে গেলো এই ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী হৃদয় হোসেন আকাশ পিতা মোঃ রফিকুল ইসলাম গ্রাম- মন্ডলজানী তাকে বা তার সাথে থাকা অজ্ঞাত কাউকে কোন এক অজানা কারণে পুলিশি ব্যাবস্থার আওতায় আনা সম্ভব হয়নি। যানযায় উল্লাপাড়া থানার একজন এ.এস.আই নাম মোঃ কামরুজ্জামান তিনি ১২ আগস্ট বেলা ১১টায় ছাত্রের পিতা রেজাউল করিম নয়নের সাথে দেখা করেন এবং নতুন করে অভিযুক্ত হৃদয়ের ঠিকানা নেয়, উল্লেখ্য অভিযোগ পত্রে ঐ সন্ত্রাসীর বিস্তারিত তথ্য দেওয়াই ছিলো। এদিকে সানিমের অভিভাবক পুলিশকে সহযোগিতা করতে কথিত চিহ্নিত সন্ত্রাসী হৃদয় হোসেন আকাশ এর ৩ সংগ্রহ করে দেয়।
অভিভাবক রেজাউল করিম নয়ন পুলিশকে প্রতিনিয়ত অনুরোধ করছে যথাযথ ব্যবস্থা করতে প্রতিত্তোরে তারা জানাচ্ছে আমরা দেখছি, এদিকে আমাদের প্রতিনিধি স্থানীয় লোকজনের কাছে জানতে পারে, সন্ত্রাসী হৃদয় হোসেন আকাশ প্রায় প্রতিদিনই উল্লাপাড়া রেলস্টেশনে বিভিন্ন সময় আড্ডায় বসে। স্থানীয় প্রতিনিধি আরো জানায় সন্ত্রাসী হৃদয় হোসেন আকাশ এর পিতা মোঃ রফিকুল ইসলামও ছিলেন অপরাধী, সে স্থানীয় ব্যবসায়ি জনাব সোহরাব সর্দার এর মিলে একাধিক বার চুরি করে ধরা পরেছিলেন ও স্থানীয় জনগণের হতে অপদস্ত হয়েছিলেন। জানা যায় এই হৃদয় হোসেন আকাশ মোবাইল ছিনতাই, মানুষকে জিম্মি করে টাকা আাদায়,মাদক সেবন ও চোরাচালান এবং স্কুল-কালেজগামী মেয়েদের ইভটিজিং করেথাকে এ বিষয়ে এলাকার সকলেই অবগত আছেন। অভিভাবক রেজাউল করিম নয়ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন কোন সুরাহা না হওয়া পর্যন্ত ছেলে সাফায়ত রেজা সানিমকে স্কুলে পাঠাত পরছে না রাস্তায় কিছু ঘটলে এর দায়ভার কে নিবে? তাই পুলিশ প্রশাসন যেনো দ্রুত এর একটা সমাধানের ব্যাবস্থা গ্রহণ করে তার সন্তানের স্কুলগামী করতে সাহায্য করেন।