মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শরতের সাজে সেজেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া চরসাতবাড়িয়া করতোয়া নদীর পাড়ে। অপরুপ সৌন্দর্য দেখতে নদী পাড়ে ভিড় করেছে হাজারো দর্শনাথী। বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দিনের অধিকাংশ সময় এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে আসে নদীপাড়ে কাশফুল চরে। আর বিকাল হলেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পরিবার নিয়ে হাজির হচ্ছেন শরৎ ঋতুর পরশ নিতে নদী পাড়ের শুভ্র কাশফুল দর্শনে।উল্লাপাড়া পৌর শহরের কাছেই করতোয়া নদীর পাড়ে দিগন্ত জুড়ে খোলা আকাশের নীচে সাদা শুভ্রতার মাঝে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে বুকভরে শ্বাস নিয়ে অভিব্যক্তি জানালেন শিক্ষানগরী খ্যাত উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী রওনক জাহান রিতু। তিনি আরো বলেন, আমাদের দেশের সব ঋতুর সৌন্দর্য উপভোগ করতে না পারলেও শীত, বসন্ত, বর্ষার পাশাপাশি শরতের এই অপরুপ সৌন্দর্যে আমরা মুগ্ধ। আরেক প্রাথমিক শিক্ষার্থী সাদেকুন নাহার বলেন, আব্বু-আম্মুর সঙ্গে নদী পাড় হয়ে এসেছি শরত ঋতুর সৌন্দর্য কাশফুল দেখতে। এখানে এসে আমার অনেক বন্ধুদের সাথে সাক্ষাৎ হচ্ছে এবং খুব ভালো লাগছে। উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম তিনিও পরিবার নিয়ে এসেছেন কাশফুলের সৌন্দর্য দেখতে। সম্প্রতি তিনি চ্যানেল এইচডি, খবর সকাল বিকাল, মানবাধিকার ক্রাইম পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি কে বলেন, পৌর শহরের সন্নিকটে হেলিপ্যাডর পাশে নদী পার হলেই করতোয়া নদীর বিস্তৃন্ন এলাকা জুড়ে এই কাশফুলের সৌন্দর্য দেখতে পৌরবাসীসহ উপজেলার সকল স্তরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা দলবেঁধে প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে সকাল-বিকাল ভীর করেছেন। এই সৌন্দর্য স্থান পৌর এরিয়ায় না হওয়ায় পৌরসেবা দিতে না পারলেও আমরা এবং পৌর পরিষদের নেতৃবৃন্দ সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছি যেন দর্শনার্থীদের কোনো ভোগান্তি না হয়।স্থানীয় টিকটকার আশিকুর রহমান (রাসু) একের পর এক ছবি তুলেছেন আর ভিডিও করে চলেছেন। তিনি ও বলেন, সবাই ছবি তুলেছেন আবার ফেসবুকে সেই ছবি ভাইরাল করেছেন এবং নরম সাদা কাশফুলের শুভ্রতা নিয়ে প্রকৃতি প্রেমী দর্শনার্থীরা বাড়ি ফিরছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত