সিরাজুল কবির বুলবুল উখিয়া উপজেলা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উখিয়া উপজেলার আনাচে-কানাচে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গ্রামের মানুষ ওঠেপড়েলেগেছে ২০ অক্টোবর বিকেল চারটার সময় উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের দর্গাবিল এলাকায় ব্যপক গণসংযোগ শুরু করেন বি,এন,পি উখিয়া উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
সরওয়ার জাহান চৌধুরী ও
কৃষক দলের সদস্য সচিব, জনতার চেয়ারম্যান, জনাব,সাদমান জামী চৌধুরী গণসংযোগে অংশনেন উখিয়া উপজেলা বি,এন,পি নেতা নুরুল ইসলাম সিকদার মোহাম্মদ নুরুল আমিন সিকদার সাধারণ সম্পাদক বি,এন,পি রাজাপালং দক্ষিণ শাখা,সাইফুল ইসলাম সিকদার সভাপতি শ্রমিক দল রাজাপালং দক্ষিণ শাখা,জাসাস সভাপতি ৮ নং ওয়ার্ড রাজাপালং নুরুল কবির, শ্রমিক নেতা মোহাম্মদ হাসেম,যুবনেতা মোহাম্মদ রফিক, বি,এন,পি নেতা গফুর সওদার, নুরু সওদাগর সহ বি,এন,পির অংগসংঠনের নেতৃবৃন্দ,এই সময় উপস্থিত শতশত নেতা কর্মী
মিছিলে অংশ গ্রহণ করেন
তারা,দর্গাবিল দর্গাবাজার থেকে গনসংযোগ শুরু করে
পূর্ব দর্গাবিল,হাতিমুড়া, লম্বাঘোনা,সহ বেশকয়টি মহল্লা চষেবেড়ান,পরে মিছিল ও গনসংযোগ শেষে
দর্গাবিল প্রাইমারী স্কুলের পাশে পথসভার মধ্যে দিয়ে গণসংযোগে সমাপ্তি ঘোষণা করেন,এই সময় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়নর জনতা চেয়ারম্যান, বর্তমান কৃষক দলের সদস্য সচিব, সাদমান জামি চৌধুরী,
তিনি মিছিল ও গনসংযোগে অংশ গ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা,শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানান।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত