
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম ও সুধীজন অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহাদাত হোসেন। তিনি বলেন, “বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ, সহনশীলতা, ন্যায়বিচার ও সত্যের পথে আহ্বান সমাজের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে। আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে তাঁর শিক্ষাকে অনুসরণ করলে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
ইসলামী আন্দোলন উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক বলেন, “মিলাদুন্নবী (স.) শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের উচিত তাঁর জীবনাদর্শকে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও কর্মক্ষেত্রে ছড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মিলাদুন্নবী (স.) উদযাপনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বাণী ছড়িয়ে দিতে হবে। তাঁরা ধর্মীয় অসহিষ্ণুতা, সহিংসতা ও বিভেদ থেকে সমাজকে মুক্ত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য, সমাজ থেকে অশান্তি-অন্যায় দূরীকরণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।



























